স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালার উপর তালা লাগালো দলনেত্রীরা।

0
97

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতে অবস্থিত স্বনির্ভর প্রকল্পে মহিলা গোষ্ঠীদের অফিসে তালার উপর তালা লাগালো গোষ্ঠীর দলনেত্রীরা। তাদের অভিযোগ মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বিগত পাঁচ বছর ধরে স্বজন পোষণ করে একই মুখ দায়িত্বে রয়েছেন। এমনকি গোষ্ঠীগুলো নিয়ে গঠিত বিভিন্ন কমিটিতে দায়িত্ব দেওয়া হচ্ছে যাদের তারা কেউ স্থানীয় দলের সদস্যা নয়।
তাদের আরো অভিযোগ, কোন কোন গোষ্ঠী পাঁচ সাত এমনকি দশ বছর ধরে হয়ে থাকলেও কোন সরকারি সুযোগ-সুবিধা তাদের মেলে না। অথচ সরকারি সমস্ত সুযোগ-সুবিধা সীমাবদ্ধ তাদের ঘনিষ্ঠ দু-একটি নিজেদের গোষ্ঠীর মধ্যেই। এ বিষয়ে দীর্ঘদিন ধরে বলেও মেলেনি ফল। তাই আজ বাধ্য হয়েই ২৫ টি গোষ্ঠীর দলনেত্রীরা একটি লিখিত অভিযোগ করে হরিপুর পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে জমা দেন।
২৫টি গোষ্ঠীর শতাধিক সদস্যা আজ, পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে, গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে দেন। এ প্রসঙ্গে তারা বলেন স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও সঙ্গবদ্ধ আন্দোলন চলবে।
স্থানীয় জেলা পরিষদের বিজেপি প্রার্থী শিলা হালদার বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং আন্দোলনকারীদের সাথে সহমত প্রকাশ করে বলেন, তিনিও একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত কিন্তু সেই গোষ্ঠীতে সরকারি কোনো কাজে ডাকা হয় না সুযোগ-সুবিধা তো দূরের কথা। যেকোনো মিটিং এ সরকারি বরাদ্দের সামান্য একটি অংশ দিয়ে খাওয়ার অযোগ্য টিফিন দেওয়া হয় মহিলাদের বাকি টাকা তছরুপ করে ক্লাস্টার নেতৃত্ব। তবে এ বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভাগীয় দপ্তরে র দৃষ্টি আকর্ষণ করাবেন বলেই জানিয়েছেন।
অন্যদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তৃণমূল প্রধান বীরেন মাহাতো জানান তিনি সদ্যমাত্র দায়িত্ব পেয়েছেন তাই এ বিষয়ে খুব বেশি জানা নেই তবে আজকের তার কাছে লিখিত অভিযোগ জানানোর পর তিনি নিশ্চয়ই উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন।