১৪৩ বছর পর এ্যডভোকেটস বার অ্যাসোসিয়েশনের এই প্রথম নির্বাচন, প্রথম নির্বাচনে জয়ী বিরোধী জোট।

0
121

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  প্রায় ১৪৩ বছর পর খাতড়া মহকুমা আদালতের এ্যাডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল। আর সেই নির্বাচনে জয়লাভ করল বিরোধী জোট। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ছ’টা নাগাদ ভোট প্রক্রিয়া শেষে ফলাফল প্রকাশের পর দেখা যায়, ৯ আসনের এ্যাডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনে বিরোধী জোট আইনজীবী সেল ৭ টি, শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবী সেলের প্রার্থীরা ২ টি আসনে জয়ী হন। উল্লেখ্য, এবার খাতড়া এ্যাডভোকেটস্ বার অ্যাসোসিয়শনের ৯টি পদের জন্য শাসক ও বিরোধী জোটের মোট ১৮ জন আইনজীবি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটারদের সংখ্যা ছিল ৯০ জন। এদিন ৮৮ছন ভোট দানে অংশ নেন। ১৮৮০ সালে খাতড়া বার অ্যাসোসিয়েশন চালু হয়। তখন থেকেই কোনোরকম ভোটাভুটি ছাড়াই শুধুমাত্র আইনজীবিরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতেই পরিচালন কমিটির পদাধিকারী ঠিক করতেন। এদিন প্রথমবার অ্যাসোসিয়েশানের নির্বাচন অনুষ্ঠিত হল। আর প্রথম ভোটেই বাজিমাত করল বিরোধী জোট ।