এআইডিএসওর কর্মীর ওপর আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা।

0
147

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:–  গত ৩১ শে আগস্ট কোচবিহার জেলার হলদিবাড়ির নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এআইডিএসও কলেজ ইউনিটের সম্পাদক মুক্তা রায় সহ চারজন এআইডিএসও কর্মীর উপর টিএমসিপির বহিরাগত দুষ্কৃতীরা আক্রমন চালায় বলে অভিযোগ জানায় ডিএসওর কর্মীরা। এর ফলে তিন জন ডিএসও কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। আজও তারা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, টিএমসিপির এই বর্বর নোংরা রাজনীতির বিরুদ্ধে কোচবিহার জেলা ডিএসওর কমিটির ডাকে আজ জেলা জুড়ে যে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয় তারই অঙ্গ হিসেবে কোচবিহার জেলা শহরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এই সভায় বক্তব্য রাখেন কোচবিহার জেলা ডিএসওর কমিটির সভাপতি কৃষ্ণ বসাক, জেলা সহসভাপতি কমরেড বৈশাখী নন্দী, জেলা কমিটির সদস্য পার্থ সারথী দত্ত, প্রগতি রায় প্রমুখ।
এদিন এবিষয়ে কৃষ্ণ বসাক নামে এক কর্মীর দাবি, অবিলম্বে টিএমসিপির দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য প্রশাসনকে ব্যাবস্থা নিতে হবে বলে দাবি তোলে ডিএসওর কর্মী সমর্থকরা। কলেজে কলেজে টিএমসিপির সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে।