ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বালুরঘাট থানার দারস্থ হলেন বালুরঘাট শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতা নন্দী।

0
326

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : গত আগস্ট মাসে বিজেপির পক্ষ থেকে একটি অডিও ভাইরাল করা হয়। যেখানে কয়েকজন ব্যক্তি কে ওয়ার্ড এর উন্নয়নমূলক কাজের প্রেক্ষিতে কাটমানি নিয়ে আলোচনা করতে শোনা যায়। বিজেপির অভিযোগ এই আলোচনা কারীদের মধ্যে একজন বালুরঘাট শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং একজন কাউন্সিলরের ঘনিষ্ঠ ব্যক্তি রয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। আর সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বালুরঘাট থানার দারস্থ হলেন বালুরঘাট শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতা নন্দী। নিতা দেবীর দাবি তিনি বিশেষ কাজে কলকাতায় ছিলেন কয়েকদিন সেই সময় তাকে কালিমা লিপ্ত করতে একটি ফেক অডিও ভাইরাল করা হয়। ওই অডিওতে যাদের বক্তব্য শোনা যাচ্ছে তাদের কাউকেই তিনি চেনেন না বলে নিতা নন্দী দাবি করেন। আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে আজ বালুরঘাট থানার দ্বারস্থ হলেন নিতা নন্দী। নিতানন্দী আরও দাবি করেন এই ঘটনার যদি সত্যতা প্রমাণ হয় তাহলে তিনি তার কাউন্সিলর পদ ছেড়ে দেবেন।