নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিদেশে পথে চাকদহের তৈরী দূর্গা প্রতিমা এবার প্যারিসে যাচ্ছে জল পথে।গত দুমাস ধরে তৈরী করা হয়েছে। ফাইবারে দূর্গা প্রতিমা।এক চালা লম্বা সাড়ে সাত ফুট,চওড়া সাড়ে দশ ফুট। ফোল্ডিং সিস্টেমে তৈরী ওজন প্রায় আনুমানিক দুশো কেজির মতোন। প্যাকিং করে জাহাজে করে প্যারিসের পথে রওনা দেবে চাকদহে কেবিএমের অনুপ গোস্ষামীর হাতে তৈরী দূর্গা প্রতিমা।অস্ট্রিলিয়া পর বাহারিন এবছর প্যারিস। গত রথযাত্রায় অর্ডার পেয়েছেন।অর্ডার হাতে পেয়ে ঠাকুর তৈরী তে ব্যস্ত হয়ে পরেন অনুপ বাবু। তবে কত টাকা দাম এ বিষয়ে মুখ খুললেন না।