সাধারণ মানুষ ও পাওয়ার লুমের শ্রমিকরা নদিয়া রানাঘাটে অবিচ্ছন্ন পরিষেবার দাবিতে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ।

0
150

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দিনের অধিকাংশ সময় থাকছে না বিদ্যুৎ পরিষেবা। নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের। আবার বিদ্যুৎ না থাকার কারণে ব্যাহত হচ্ছে পাওয়ার লুমের কাজকর্ম। সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরকে বারংবার জানিয়েও সমস্যা মেটেনি। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সামিল বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে হবে। দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনের অধিকাংশ সময় পাওয়ারলুম বন্ধ থাকছে। পুজোর আগে কাজের চাপ থাকলেও, বিদ্যুতের কারণে তারা পাওয়ার লুমে কাজ করতে পারছেন না। সকাল সাড়ে আটটা থেকে রাস্তা অবরোধের কারণে সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বললেও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করতে হবে, এমনই দাবিতে অবরোধকারীরা অনড়। কিন্তূ লোডশেডিং চলছে।