তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- এমন এক সিমেন্ট দিয়ে বাড়ি তৈরির কংক্রিটে বানিয়েছেন, যা বায়ুর কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে নেবে ? ভাবছেন একটা কল্পনা মাত্র। না সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন তুফানগঙ্গের গবেষক ড: মানস সরকার। তিনি বর্তমানে লস এঞ্জেলাস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছেন।
তুফানগঞ্জ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গবেষক ড: মানস সরকার এমন এক সিমেন্ট দিয়ে কংক্রিট তৈরি করেছেন যা পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে নিতে সক্ষম। বর্তমানে বৃষ্টি হও উষ্ণায়ন নিয়ে আমরা সকলেই চিন্তিত। প্রতিনিয়তই বিভিন্ন কারণে উষ্ণায়নের বিভিন্ন ক্ষতিকর দিক গবেষণার মাধ্যমে উঠে আসছে। মানুষের মতে তার এই আবিষ্কার উষ্ণায়ন মোকাবিলায় বড় ভূমিকা পালন করতে চলেছে। এখনো বাণিজ্যিকভাবে ওই সিমেন্টের ফর্মুলা ব্যবহার শুরু না হলেও অদূর ভবিষ্যতে তা শুরু হবে বলে তিনি আশাবাদী।
জানা গেছে, সাধারণ পরিবার থেকে উঠে আসা মানস, তার বাবা ছিলেন বায়োলজি শিক্ষক। বাবার অনুপ্রেরণাতেই পথ চলা শুরু তার। তুফানগঞ্জ এনএম হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর পদার্থবিদ্যা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হন। স্নাতকোত্তর বিষয়ে ছিল বায়োফিজিক্স। জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার মেলবন্ধন ঘটে সেখানে। যাদবপুরেই পিএইচডি করে মানস। তখন থেকেই কংক্রিট নিয়ে গবেষণার শুরু হয় তার। তার গবেষণার বিষয় ছিল ব্যাকটেরিয়া সাহায্যে কংক্রিটের ফাটল কিভাবে স্বয়ংক্রিয়ভাবে সারিয়ে ফেলা যায়। তার এই গবেষণা বিভিন্ন জায়গায় সাড়া ফেলে।
তবে এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সরকারি কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ডাক এলেও ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় গবেষণা করতে চলে যান। সেখানে তার গবেষণার বিষয় ছিল ন্যানো মেটেরিয়াল ব্যবহার করে কিভাবে সিমেন্টের কংক্রিটের স্থায়িত্ব বাড়ানো যায়। তার এই গবেষণার বিষয়ে সাফল্য লাভ করায় তার পরিবারসহ তুফানগঞ্জ এর জনসাধারণ গর্ব বোধ করছেন। বর্তমানে তিন বছর ধরে সে ক্যালিফোর্নিয়ায় রিসার্চ রয়েছে বলে জানা গেছে। পরিবারের সাথে প্রতিনিয়ত ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয় বলে জানা যায়।