দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন ২০২৩ সম্মান পেতে চলেছেন গঙ্গারামপুরের বাসিন্দা তথা ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত সিংহ রায়। সুদীপ্তবাবু শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই শিক্ষামহল সহ গঙ্গারামপুর শহরজুড়ে খুশির আবহের সৃষ্টি হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে বিদ্যালয়স্তরের পড়াশোনা শেষ করার পর কলকাতায় ভৈরব গাঙ্গুলী কলেজ ও কল্যাণী বিশ্ববিদ্যালয় ইংরেজি নিয়ে পড়াশোনা করেন সুদীপ্তবাবু। অত্যন্ত মেধাবী সুদীপ্তবাবু এরপর ১৯৯৭ সালে কুমারগঞ্জ ব্লকে প্রথম শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৮ সালে গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন। কাজে যোগ দেওয়ার পর থেকে বিদ্যালয়ের উন্নতি হয়।
সুদীপ্তবাবু বলেন, ‘আজ ইমেইল মারফত এই খবরটি পেয়েছি। আগামী ৫ সেপ্টেম্বর বালুরঘাটে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাকে সম্মানিত করবেন। এই ধরনের সম্মান প্রাপ্তির পর, শিক্ষা ক্ষেত্রে কাজের উৎসাহ নিঃসন্দেহে আরও বাড়বে। আগামীদিনে শিক্ষাক্ষেত্রে আরও ভালো কাজ করার চেষ্টা করব।‘