আর কয়েকদিন বাদে জন্মাষ্টমী, কৃষ্ণ, কংস, পুতনা রাক্ষসী, বকাসুর বধ, গোপালের প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা তৈরি করছেন শিল্পীরা।

0
302

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আর কয়েকদিন বাদে সারাদেশের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যে ব্যস্ততা বেড়েছে শিল্পীদের। কৃষ্ণ, কংস, পুতনা রাক্ষসী, বকাসুর বধ, গোপালের প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। সোশ্যাল মিডিয়ার বাজারে অনেকে কম তৈরি করছেন জন্মাষ্টমীর পুতুল। তবে বহুদিন ধরে জন্মাষ্টমীর পুতুল তৈরি করছেন মালদা শহরের বালুচর এলাকার বাসিন্দা অঞ্জন পন্ডিত। তার তৈরি করা জন্মাষ্টমীর পুতুল যাচ্ছে কালিয়াচক, বৈষ্ণবনগর সহ বিভিন্ন এলাকায়। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার বাজারেও কদর রয়েছে জন্মাষ্টমীর পুতুলের। সংখ্যায় হয়তো কমেছে কিন্তু আজও জন্মাষ্টমী সাজানো হয় বিভিন্ন এলাকায়। তাই প্রতিবছর পুতুলের যোগান দিতে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করেন তিনি।