নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির বিভাগে ডাক্তার দেখাতে এসে অস্থায়ী স্বাস্থ্য কর্মীর হাতে নিগৃহীত হলেন এক রোগী ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা পুলিশকর্মীরা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে মালদা জেলার কালিয়াচক থানার এলাকার এক বৃদ্ধ মহিলা ও তার পরিবারের সদস্যরা ইএনটি বিভাগে এসেছিলেন ডাক্তার দেখাতে। জানা যায় গত বৃহস্পতিবার দিন তারা টিকিট কেটেছিলেন। সেই টিকিট নিয়ে তারা এসেছিলেন ৯১৮ নম্বর ঘরে ইএনটির ডাক্তার দেখাতে। অভিযোগ সেইখানে কর্মরত শর্বরী দাস এক মহিলা স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে শাড়ি ধরে নিগৃহীত করে বলে অভিযোগ। যদিও স্বাস্থ্যকর্মীর অভিযোগ ওই রোগী ও তার পরিবারের সদস্যরা ওই স্বাস্থ্য কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রোগীকে নিগৃহীত করার ঘটনা তিনি স্বীকার করেন। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান এই ধরনের ঘটনা তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তবে তিনি আইনি ব্যবস্থা নিবেন।
Home রাজ্য উত্তর বাংলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির বিভাগে ডাক্তার দেখাতে এসে অস্থায়ী স্বাস্থ্য কর্মীর...