ম্যাচ উইনার পেত্রাতোস, ১-০ ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ১০ জনের মোহনবাগান।

0
369

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- ডুরান্ড জয়ী সবুজ মেরুন
শেষ বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। পেত্রাতোসের একমাত্র গোলেই ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট।
৯০+৩ মিনিট- লাল হলুদের সহকারী কোচ দিমাস দেলগাদোকে লাল কার্ড দেখালেন রেফারি। সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখলেন তিনি।
সপ্তাহ তিনেক আগে যুবভারতীতে চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচেও জিতেছিল ইস্টবেঙ্গল। টানা নবমবার মোহনবাগানের ডার্বি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিলেন নন্দ কুমার।
তবে আজকে মোহনবাগানের ১০ জনই যথেষ্ট ইস্টবেঙ্গল কে ঠেকাতে, সোশ্যাল মিডিয়া সহ মোহনবাগান্ধদের মুখে মুখে এই কথা শোরগোল গোটা ক্রীড়া মহলে।
জয়ের উচ্ছাস খেলার মাঠ থেকে সমগ্র নদীয়া তথা শান্তিপুরের রাজপথে আছড়ে পড়ে। মোহনবাগান সমর্থকদের সংস্থা শান্তিপুর মেরিনার্স এর পক্ষ থেকে একটি মোটর বাইক রেলি করা হয়, ফিরে এসে মেরুন সবুজ মিষ্টি বিতরণ এবং নিজেদের মধ্যেই মেরুন সবুজ আবির মাখামাখি করেন তারা।বিদ্রুপের সাথে মোহনবাগানীরা বলে
” যতবার ডার্বি ততবার হারবি।” আগামীতে পেটেন্ট নেওয়ার কথা ভাবছেন তারা। তবে খেলার মাঠ থেকে ফেরার সময় বাস আটকানোর সৌজন্যতা তারা শেখেননি মোহনবাগানের কাছ থেকে।
যদিও ইস্টবেঙ্গলের শান্তিপুরের সংগঠন গর্ব আমার লাল হলুদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, আজকের দিনটা তাদের খারাপ গেলেও আগামীতে খেলার মাঠে দেখা হবে আই এএলে।