আবারো হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের আরেক মেম্বার তৃণমূলে যোগদান করলেন।

0
104

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– সদ্য গঠন হয়েছে পঞ্চায়েত বোর্ড। পঞ্চায়েত তৃনমূলের দখলে আসতেই কংগ্রেসে শুরু হয়েছে ভাঙন।আবারো হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের আরেক মেম্বার তৃণমূলে যোগদান করলেন বলে খবর।জানা গিয়েছে,রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল ৫৯ নং বুথের কংগ্রেসের মেম্বার মহম্মদ রাহেব প্রায়
দুই শতাধিক কংগ্রেস কর্মীকে নিয়ে সোমবার রাতে তৃনমূলে যোগদান করেন।হরিশ্চন্দ্রপুর-১(B) ব্লকের সভাপতি মানিক দাসের উপস্থিতে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুন,উপ প্রধান একরামুল হক ও অঞ্চল সভাপতি আব্দুল কাদের এর হাত ধরে তৃনমূলে যোগদান করেন বলে খবর।উল্লেখ্য,এবার পঞ্চায়েত নির্বাচনে ২১ আসন বিশিষ্ট রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে শাসক দল নয়টি,কংগ্রেস পাঁচটি,সিপিএম ছয়টি এবং নির্দল একটি আসনে জয়লাভ করেন।কিন্তু বোর্ড গঠনের দিন এই শাসক দলের নয় জন সদস্যের সমর্থনে কংগ্রেস থেকে নির্বাচিত প্রার্থী লাভলী খাতুন প্রধান হয়ে যান।কার্যত এই ঘটনায় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে যায় জোটের।আর এই ঘটনার একমাস কাটতে না কাটতেই আবার কংগ্রেসের আরেক সদস্য গতকাল সোমবার রাতে তৃণমূলে যোগদান করলেন।এদিন শাসকদলের পতাকা হাতে নিয়ে মহম্মদ রাহেব বলেন দিদির উন্নয়নের জোয়ার দেখে তিনি শাসক দলে যোগদান করলেন।আগামী দিনে বুথের উন্নয়নে মানুষের জন্য কাজ করবেন।মহম্মদ রাহিব এর যোগদানের ফলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত কার্যত শাসকদলের দখলে চলে আসলো।