গোপালনগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষকদের সংবর্ধনা।

0
112

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শিক্ষক আমি আলোর পথের নির্ভীক অভিযাত্রী, আমার অনুসরণ করে, সকল ছাত্র-ছাত্রী। পরিবারে শিশুর শিক্ষা জন্ম হতে শুরু,
শিক্ষক হলেন জ্ঞানের আলো বিতরনের গুরু।

আজ ৫ই সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। সমাজ গঠনের শিক্ষকদের গুরুত্ব আলাদা। ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ। তারই স্মরণে এই দিনটি গোটা দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস হিসাবে। সেই মর্মে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিক্ষকদের সংবর্ধিত। সেই মর্মে বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের গোপালনগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকাদের এবং গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা দের সংবর্ধিত করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার ঘোষ, পঞ্চায়েত সদস্য মোজাম্মেল শা, পঞ্চায়েত সমিতির সদস্য শক্তিপদ পাল,পঞ্চায়েত সদস্যা যুথিকা দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।