বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা।

0
133

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-

শিক্ষক মোদের প্রাণের গুরু
আর্দশের-ই প্রতীক
তার দেখানো পথে হাঁটে
ছাত্র-ছাত্রী পথিক।
শিক্ষক জ্বালান মনে প্রদীপ
প্রতিভা বিকাশে
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো
অশিক্ষার আকাশে।

আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সমাজ গঠনে শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1888 সালের 5 সেপ্টম্বর জন্মগ্রহণ করেছিলেন ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ। তাঁর স্মরণেই এই তারিখটিকে দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় । সেই মর্মে মঙ্গলবার বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে সংবর্ধিত করা হয় বর্ধমান রাজ কলেজে অধ্যক্ষ নিরঞ্জন মন্ডলকে। উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক এবং ছোট্ট উপহার দিয়ে সংবর্ধিত করা হয় তাকে। আজ এই সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনী চেয়ারম্যান যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য,অনিল সাউ, মোহাম্মদ মাসুম আলী,বুলা দে, রাজনারায়ণ সাউ,প্রমোদ হরিজন,সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।