অতিরিক্ত গাঁটের টাকা খরচ করে দিনভর পুজোর বাজার করছেন গোপাল ভক্তরা ।

0
154

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-ভগবান কৃষ্ণের পুজো আগে থেকেই আপেল, কলা থেকে শুরু করে তাল কিংবা বিভিন্ন সবজি আজ ছোঁয়া দায় । তবু জন্মাষ্টমী বলে কথা ! অতিরিক্ত গাঁটের টাকা খরচ করেই দিনভর পুজোর বাজার করবেন গোপাল ভক্তরা ।

জন্মাষ্টমী উপলক্ষে সব থেকে বেশি চাহিদা থাকে তালের । ফুলুরি থেকে শুরু করে তালের বিভিন্ন রকমের খাবার দেওয়া হয় গোপালকে । বেশ কয়েকদিন আগেও একদম ছোট তাল ছিল ২৫-৩০ টাকা ৷ আর সেই তাল আজ এক লাফে ৫০-৬০ টাকা এবং মাঝারি তাল ১০০-১২০ টাকা প্রতি পিস। পিছিয়ে নেই আপেলও। প্রতি কেজি বিকোচ্ছে ১০০-১৫০ টাকা । মুসুম্বি লেবু ৫ টা কোথায় ৮০ টাকা তো কোথাও ১০০ টাকায় বিক্রি হচ্ছে । ন্যাসপাতি ১২০-১৫০ টাকা কেজি । আঙ্গুর বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। শসা, পেয়ারার দাম ও ভাবাচ্ছে ক্রেতাদের।
দামে হাত পুড়ছে ভক্তদের ৷ তবু বাজারে মানুষের ঢল । যতই হোক বছরে একটা দিন । অনেকেই তাল নারকেলের দামের ঠেলায় বিকল্প হিসেবে কিনছেন রেডিমেড তালের বড়া, নারকেল ও তিলের নাড়ু । আজ দিনভর চলবে বাজার । শেষে তৈরি হবে জন্মাষ্টমীর ভোগ, মিষ্টি ।