জন্মাষ্টমী উপলক্ষে কোচবিহারের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা করল বিশ্ব হিন্দু পরিষদ।

0
200

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোচবিহারের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদের কোচবিহার শাখা। বুধবার সারা বিশ্বের সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করার লক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ৬০ তম প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। এদিন জেলকিন্স স্কুলের সামনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান ও প্রদীপ প্রজ্জলন করে শোভাযাত্রাটি বের হয়। এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলকিন্সের সামনে শেষ হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির সম্পাদক সুকুমার ভট্টাচার্য, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ আরও অনেকে।
জানা গেছে, সেই উদ্দেশ্যকে সাফল্যের শেখরে নিয়ে যেতে প্রতিবছর নানান কার্যক্রমের মধ্যে অন্যতম কার্যক্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপলক্ষে কোচবিহার জেলার সাধারণ মানুষকে সাথে নিয়ে কপালে গেরুয়া ফিতা, হাতে গেরুয়া পতাকা, সাথে স্লোগান, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লালকি, স্লোগানের মাধ্যমে কোচবিহার শহর পরিক্রমণ করলেন তারা।
এই সংগঠনের কোচবিহার জেলার সম্পাদক সুকুমার ভট্টাচার্য বলেন, আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোচবিহারের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বিশ্ব হিন্দু পরিষদ কোচবিহার শাখা পক্ষ্য থেকে। এই শোভাযাত্রার মুল উদ্দেশ্য সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করার চেষ্টা বললে জানান তিনি।