কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির বহু প্রতীক্ষিত উৎসব দুর্গা পূজার বাকি আর মাত্র ৪৫ দিন। সেই উপলক্ষেই বাংলার বিভিন্ন ক্লাব গুলোতে শুরু হয়ে গিয়েছে পূজার তোরজোড়। সেইরকমই এক চিত্র উঠে আসলো দিনহাটা থেকে।
জানা গেছে, জন্মাষ্টমীর সকালে খুটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর পুজোমন্ডপের কাজের সূচনা হল গোসানিরোড দিনহাটা কিশোর সংঘের। তাদের দুর্গাপুজো এবার ৫৬তম। বুধবার এই খুটি পুজোয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, ক্লাব সম্পাদক অজয় সাহা, পুজো কর্মকর্তা রতন দত্ত, সুব্রত মুখার্জি, সুমন সাহা, অর্জুন সাহা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এবারে তাদের পূজার থিম বি-বর্ন। প্রতি বছরই কিশোর সংঘের দুর্গাপূজা মানুষের মধ্যে এক অন্যরকম সাড়া ফেলে। বিগত বছরগুলোর মত এবারেও তাদের পুজো মানুষের নজর কাড়বে বলে উদ্যোক্তাদের দাবি।
পুজো কমিটির সভাপতি উদয়ন গুহ বলেন, বিগত দিনে এই পুজোর থিম উত্তরবঙ্গ ও নিম্ন অসমের মানুষের নজর কেড়েছে। এবারেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেন প্রতিবছরের মত এবছরও তারা মানুষকে আনন্দ দিতে বড় বাজেটের পূজায় হাত দিয়েছে এবং তাদের পূজার যা থিম অর্থাৎ বি-বর্ণ সকল শ্রেণীর মানুষকে ভাবতে বাধ্য করবে।