যাদবপুরে মৃত ছাত্রের নামাঙ্কিত গ্রামীণ হাসপাতালের সামনে বগুলাবাসীর একাংশের বিক্ষোভ।

0
305

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  যাদবপুরে মৃত ছাত্রের নামাঙ্কিত গ্রামীণ হাসপাতালের সামনে বগুলাবাসীর একাংশের বিক্ষোভ। বগুলা গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন করে যাদবপুরের মৃত ছাত্রের নামে করা যাবে না। বগুলার ঐতিহ্যকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা। গ্রামীণ হাসপাতাল থেকে মুছে দেওয়া হল যাদবপুরে মৃত ছাত্রের নাম। যাদবপুরে মৃত ছাত্রের নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা নিয়ে বিক্ষোভ দেখালেন একাংশের বাসিন্দারা।
তাদের দাবি, “নাম পরিবর্তনে বগুলাবাসীর অপমান, বগুলার ঐতিহ্যকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা। এই ছাত্রের মৃত্যুতে বগুলার আপামর জনসাধারণ প্রতিবাদস্বরূপ আন্দোলন বগুলা থেকে যাদবপুরে পৌঁছে দিয়েছিল। সেই প্রতিবাদের ঢেউকে চিরতরে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না। যাদবপুরে মৃত ছাত্রের নামে নামে কিছু হোক আমরা সাধুবাদ জানাবো। কোনও হোস্টেল, কোনও কক্ষের নাম হোক। বগুলার নাম মুছে আমরা অন্য নাম হতে দেব না। আগামীতে বগুলা হাইস্কুলের নামও পরিবর্তন হতে চলেছে। তাই আমাদের আন্দোলন।”