নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ– মহকুমা শাসক যখন শিক্ষিকা। শিক্ষক দিবসের দিনে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জী এদিন ক্লাস করালেন ইউপিএসসি পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের। শিক্ষক দিবস বলেই নয়। প্রতি সপ্তাহে রবিবার ২ থেকে ২.৫ ঘন্টা। নিজে গোটা ভারতবর্ষে ২০ তম স্থান অধিকার করেছিলেন। আজ তাঁর হাত ধরেই ইউপিএসসি তে ভালো ফল করার স্বপ্ন দেখছেন বহু ছাত্র ছাত্রী।এই উদ্যোগের নাম, ‘স্বপ্নদিশা’। খাতড়া মহকুমার প্রত্যন্ত উপজাতীয় এলাকার উদীয়মান যুবকদের দিশা দেখানোর জন্য জেলা প্রশাসন, বাঁকুড়া এবং মহকুমা প্রশাসন খাতড়া টাউন লাইব্রেরিতে একটি আধুনিক অধ্যয়ন কক্ষ নির্মাণ করেছে। যেখানে পাওয়া যাবে প্রস্তুতির জন্যে সবরকম বই এবং ইন্টারনেটের সুব্যবস্থা। খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জী প্রতি সপ্তাহেই প্রশিক্ষণ দিয়ে থাকেন এই লাইব্রেরীতে। শিক্ষক দিবসের দিনে সেই সব ছাত্র ছাত্রীরা সন্মান জানালেন মহকুমা শাসক,’ শিক্ষিকা ‘ নেহা ব্যানার্জীকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা শিক্ষক দিবসের দিনে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জী এদিন...