দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ ভগবান কৃষ্ণের জন্ম তিথি। সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে জন্মাষ্টমী। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুরের অভিজ্ঞান ছোটা স্কুলে ধুমধাম সহকারে জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাধা-কৃষ্ণ সহ বিভিন্ন সাজে অনুষ্ঠানে অংশ নেয় অভিজ্ঞান ছোটা স্কুলের খুদে শিশুরা। বাঁশি হাতে দেখা যায় খুদে কৃষ্ণকেও। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অভিজ্ঞান ছোটা স্কুলের এই অনুষ্ঠানে খুব খুশি শিশুদের অভিভাবকরাও। রাধা, কৃষ্ণ, গোপাল ও যশোদা সেজে শিশুরা অংশ নেয় অনুষ্ঠানে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের নিয়ে এই জন্মাষ্টমী উৎসব পালন করছি আমরা। এধরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে শিশুরাও খুব খুশি।” তাছাড়াও ২৭ আগষ্ট অঙ্কন প্রতিযোগিতায় দুটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।