এক পুলিশ কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, মৃত ওই পুলিশ কর্মীর নাম ইসরাফিল সাহাজি।

0
135

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বর্তমানে ব্যারাকপুর স্টেট আর্মড পুলিশ-এর 2nd batt কর্মরত। কল্যাণীর হাউসিং পুলিশ কোয়ার্টারে সস্ত্রীক থাকতেন ওই পুলিশকর্মী।
গতকাল বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। রাতে কল্যাণী জিআরপি মাধ্যমে জানানো হয় রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহকে উদ্ধার করে রেল পুলিশ।
তার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুন, নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। মৃত পুলিশ কর্মীর বাড়ি নদিয়ার মদনপুর জঙ্গল গ্রামে। পরিবারে শোকের পরিবেশ।