জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব নদীয়ার মায়াপুর ইসকন মন্দির সকাল থেকে ভক্তদের ঢল ইসকন মন্দিরে।

0
268

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব দিবস উপলক্ষে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হলো জন্মাষ্টমী অনুষ্ঠান। সকাল থেকেই হাজার হাজার ভক্ত সমাগম ইসকন মন্দিরে। প্রতিবছর ই এই দিনটিকে ধুমধাম করে বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। সকাল থেকেই দফায় দফায় চলে অনুষ্ঠান। রাতে অভিষেক হয় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। এদিন সকাল থেকেই মঙ্গল আরতি শুরু হয়। এরপর দিনভর চলে ভাগবত গীতা পাঠ। সন্ধ্যাবেলা চলবে মঙ্গল আরতি। আর এই আবির্ভাব দিবস উপলক্ষে শুধু দেশের ভক্ত নয় বিদেশের হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করে এদিন।
এ বিষয়ে জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, সারাদিন ধরে বিভিন্ন ভাষায় চলবে ভাগবত পাঠ। সন্ধ্যা থেকে গুরু পূর্ণিমা এরপর ভগবান দর্শন প্রক্রিয়া চলবে। অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দিনভর। ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্পর্পণ করা হবে সমগ্র জাতির মঙ্গল কামনায়। অন্যদিকে তিনি বলেন এদিনের অনুষ্ঠানে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।। মেটাল দিয়ে চলছে বিভিন্ন পরীক্ষা। সকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসের বিভিন্ন অনুষ্ঠান দর্শন করার জন্য বহু ভক্তের সমাগম ঘটে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের অনেকটা ভিড় বেড়ে যাবে বলে মত ইসকন কর্তৃপক্ষের।