জন্মাষ্টমী কে কেন্দ্র করে লুচি বেলার ধুম ঠাকুররাণী পুষ্করিণী গ্ৰামে।

0
245

আবদুল হাই, বাঁকুড়াঃ- “ফুলকো লুচি ” হল বাঙালির ইমোশন। পেট ভরা থাকলেও লুচি ভাজার গন্ধে মন আনচান করে ওঠে। বিভিন্ন উৎসবে বেশ ঘটা করে ভাজা হয় লুচি। লুচির জুড়ি মেলা ভার। জন্মাষ্টমী উপলক্ষে দেখুন কিরকম জিভ জল আনা ফোলা ফোলা লুচি ভাজা হচ্ছে। শয়ে শয়ে লুচি ভাজা হচ্ছে এই বিশেষ দিনে। বাঙালির প্রতিটি ক্ষেত্রেই লুচির নাম উঠে আসবেই আসবে। সে কাল্পনিক চরিত্র ফেলুদা হোক কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর! আমরা সকলেই লুচি খেতে ভালোবাসি। জন্মাষ্টমী উপলক্ষে লুচির স্বাদ আরও বেড়ে যায়।

ঠাকুররাণী পুষ্করিণী গ্ৰামে শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়ে আসছে পূর্বপুরুষের সময় থেকে। এই বিশেষ দিন গ্রামের সব মহিলারা একত্রিত হয়ে, শত শত লুচি ভাজেন, এবং উদযাপন করেন। জন্মাষ্টমীতে ঠাকুরনি পুষ্করিনী গ্রামে ঢল নামে ভক্তের। শ্রীকৃষ্ণের বন্দনা এবং তারপরে লুচি খাওয়ার মাধ্যমে প্রসাদ গ্রহণ এইভাবেই বছরের পর বছর চলে আসছে জন্মাষ্টমী পালন।