পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ :- বিশ্ব উষ্ণায়ন রাখতে দূরে, এসি, কুলার নয় সমাধান।
বৃক্ষরোপণ করুন সবে,
সবুজে বাঁচবে সকল প্রাণ।
বিশ্ব উষ্ণায়নের জেরে জেরবার হচ্ছে গোটা পৃথিবী। এই বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিত বৃক্ষচ্ছেদন। গাছ কেটে ফেলার কারণে ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
আর এই সমস্যা সমাধান হল ধারাবাহিক বৃক্ষরোপণ, এবং এই বৃক্ষরোপন কর্মসূচি ধারাবাহিকভাবে সারা বছর ধরে হয়ে আসছে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী-সবুজের অভিযানের উদ্যোগে |
এই দিন ৭ ই সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সাতগেছিয়া চক্রের অন্তর্গত বোস্তেপোতা প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঘেরা জায়গায় আম, কাঁঠাল, পেয়ারা, আতা, জাম, মুসুম্বি, কুল, সবেদা সহ মোট ৫০ টি ফলের গাছ রোপন করা হলো বর্ধমান লায়ন্স ক্লাব এবং শ্রী-সবুজের অভিযানের যৌথ উদ্যোগে |
এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোস্তেপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শ্রী- সবুজের অভিযানের সদস্য চঞ্চল কুমার নন্দী, সংস্থার সহ-সম্পাদক মহাদেব দাস এবং বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, সংস্থার কনভেনার অনির্বাণ রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, সাতগেছিয়া চক্রের এস.আই. মাননীয়া ইন্দ্রানী আচার্য, বিদ্যালয়- এর অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ |