রাজ্যের মধ্যে সেরা বিদ্যালয় হিসাবে পুরস্কৃত উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর মুস্তাফার নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনোর কালীচরণ উচ্চ বিদ্যালয়।

0
355

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-স্কুলের মাঠ না থাকা সত্তেও ও রাজ্যের মধ্যে সেরা বিদ্যালয় হিসাবে পুরস্কৃত । উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর মুস্তাফার নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনোর কালীচরণ উচ্চ বিদ্যালয়। রাজ্যে প্রায় ১৭০০ স্কুলের মধ্যে মাত্র ১৩ টি স্কুল সেরা বিদ্যালয় হিসেবে পুরস্কৃত করা হয়েছে তার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত স্কুল অ্যাথলেটিকে রাজ্যের দুইটা বিদ্যালয়ের মধ্যে এই কালিয়াগঞ্জ কুনোর কালিচরণ হাই স্কুল ও হাওড়া জেলার হাতিমারী হাই স্কুল সেরা শিরোপা হিসাবে পুরস্কার পেয়েছে। সেরা সিরোপার পুরস্কার পেয়ে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী,শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি থেকে শুরু করে অন্যান্য সদস্য সদস্য ও এলাকাবাসী।

পুরস্কার পাওয়ার পরে স্কুলের পক্ষ বৃহস্পতিবার একটি শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার , প্রাক্তন বিধায়ক তথা স্কুলের পরিচালন কমিটির সভাপতি তপন দেব সিংহ, স্কুলের প্রাক্তন টিচার ইনচার্জ মোহনলাল সিংহ সহ অন্যান্যরা।