কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- শিশু-বান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রজেক্ট প্রেরণার সূচনা হল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহারের ল্যান্সডাউন হলে ওই অনুষ্ঠান হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, অতিরিক্ত জেলাশাসক, চেয়ারম্যান কোচবিহার পৌরসভা রবীন্দ্রনাথ ঘোষ, সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ সুমিতা বর্মন, চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রিয় পরিবহন পার্থ প্রতিম রায় সহ প্রমুখ।
জানা গেছে, প্রজেক্ট বা প্রকল্প প্রেরণা হল একটি শিশু-বান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কোচবিহার জেলা প্রশাসনের দ্বারা চালু করা একটি পরিবর্তনমূলক উদ্যোগ। উদ্যোগের অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সামগ্রিক এবং বহু-ক্ষেত্রের অভিন্নতা পদ্ধতি, প্রতিরোধের উপর একটি ফোকাস, আইটি সংহতকরণ, এবং শিশুদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধকরণ।
এ বিষয়ে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জানান, আজকে আমরা প্রজেক্ট প্রেরণা নামে নতুন একটি প্রকল্পর উদ্বোধন করা হল। এটির মাধ্যমে গ্রাম স্তর থেকে জেলা স্তর পর্যন্ত শিশু বিষয় যতরকম বিষয় রয়েছে তাদের একত্রিত করে সমস্যা সমাধান বা অনলাইন প্রক্রিয়া করন করার জন্য আজকের এই প্রজেক্ট প্রেরণা। সেই প্রজেক্টের উদ্বোধন করা হল কোচবিহার ল্যাঞ্জ ডাউন হলে।