‘সব চোরকে যেন পুজো না করা হয়’ জন্মাষ্টমীর অনুষ্ঠানে এসে পুলিশকে বার্তা মন্ত্রী উদয়নের।

0
147

দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:-  “ননী চোরকে আমরা পুজো করছি। কিন্তু দিনহাটার সব চোরকে যেন পুজো করা না হয়।” এদিন দিনহাটা থানার শিববাড়িতে জন্মাষ্টমী মেলার উদ্বোধন করতে এসে পুলিশ কর্তাদের সামনেই দিনহাটা থানার পুলিশের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদিও এই মন্ত্রীর এহেন বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
জানা গেছে, প্রতিবছরের মতো দিনহাটা থানার শিববাড়িতে জন্মাষ্টমী মেলা শুরু হয়। সেই মেলার উদ্বোধনের আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা মহকুমা হসপিটাল সুপার ডক্টর রণজিৎ মন্ডল, কাউন্সিলর পর্থনাথ সরকার, জাকারিয়া হোসেন, রমেন বর্মন, বিশিষ্ঠ সমাজসেবী বিশু ধর, নুর আলম হোসেন থেকে শুরু করে একাধিক বিশিষ্ঠ জনেরা।
এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী পূজো ও মেলার সূচনা হয়। সেই মেলায় মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য দিতে গিয়ে শহরের বারবার চুরির ঘটনা ঘটে চলেছে। যা নিয়ে চিন্তিত সাধারণ নাগরিকরা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিনহাটা থানার শিববাড়িতে জন্মাষ্টমী মেলার দায়িত্বে যারা রয়েছে এবং দিনহাটা থানার পুলিশের উদ্দেশ্যে এমনি মন্তব্য করেন। যদিও এনিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চাননি। যদিও এর আগেও একাধিকবার পুলিশকে আক্রমণ করেছেন উদয়ন গুহ। তবে সবটাই ছিল সোশ্যাল মিডিয়ায়। এই প্রথম পুলিশ কর্তাদের সামনে পুলিশের সমালোচনায় সরব হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
তিনি বলেন, আপনারা যার জন্মের টানে এখানে পুজো দিতে এসেছেন, তাকে বলা হয় ননী চোর। তিনি ননী চুরি করে খেতেন। সেই ননী চোরকে আমরা পুজো করছি। কিন্তু এখানে ননী চোরের মন্দির বা যেখানে পুজিত হচ্ছে। এখানে যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমি বলবো দিনহাটায় সব চোরকে যেন পুজো দেওয়া না হয়। দিনহাটায় হঠাৎ করে গরু চুরি হচ্ছে, আজ সকালে ছিনতাই হয়েছে। যদিও সেই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বলবো এই ধরনের ঘটনা যেন দিনহাটার বুকে না ঘটে সেই দিন দিয়ে নজর দিতে হবে পুলিশকে। এবং এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে দিনাহাটার আপামর জনসাধারণ বলে জানান তিনি।