দুর্গা পুজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবায় সচেষ্ট জেলা বিদ্যুৎ দপ্তর।

0
102

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ আসন্ন দুর্গাপূজায় বিদ্যুতের চাহিদা মেটাতে প্রস্তুত পূর্ব বর্ধমান জেলা বিদ্যুৎ দপ্তর। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, উৎসব শুরু হতে বেশি দিন বাকি নেই। দুর্গা পুজো মানে যেমন নতুন জামা কাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা তেমনি রংবেরঙের আলোয় সেজে ওঠে বাংলা তথা পূর্ব বর্ধমান জেলা এলাকার বিভিন্ন জায়গা। সেই দিকে লক্ষ্য রেখেই পুজোর সময় বিদ্যুতের চাহিদা মেটানোর আশাবাদী জেলা বিদ্যুৎ দপ্তর। দূর্গা পূজার সময় নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য এখন থেকেই কাজ করতে শুরু করেছে জেলাবিদ্যুৎ দপ্তর। শহর এবং শহর লাগুয়া বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কর্মীদের কাজের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।সুব্রত কুমার সাহা, ডেপুটি জেনারেল ম্যানেজার( বর্ধমান জোন) তিনি জানান পুজোর সময় যাতে সুষ্ঠুভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায় তার জন্য সদা সর্বদা সচেষ্ট আছি। দূর্গা পূজার মেনটেনেন্স এর জন্য ছোট ছোট ধাপে ছুটির দিন দেখে যদি কোন মেনটেনেন্স এর কাজ থাকে সেগুলো মাইকিং করে জানিয়ে অল্প সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করব। সাধারণ মানুষও চাইছেন পুজোর সময় যাতে বিদ্যুৎ পরিষেবা ভালো থাকে।