পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগ এবং জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

0
343

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগ এবং জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।
অনুষ্ঠান শুরুর পূর্বে মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় স্কুল পড়ুয়াদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশ নেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা, জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক সংগীত সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চে।
এর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় দপ্তরের উদ্যোগে।