শুক্রবার ধুপগুড়ি উপ নির্বাচনের গণনা, সকাল থেকেই কাউন্টিং সেন্টারে ভোট কর্মীরা প্রবেশ করতে শুরু করেছে।

0
122

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার ধুপগুড়ি উপ নির্বাচনের গণনা। সকাল থেকেই কাউন্টিং সেন্টারে ভোট কর্মীরা প্রবেশ করতে শুরু করেছে। সেন্টারে ঢোকার মুখে কাউন্টিং এজেন্টের জন্য কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া হয়। পেন বা কলম সাদা কাগজ ফ্রম ১৭ সি এর পার্ট ১ নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে। তবে মোবাইল, ইলেকট্রিক গেজেট, স্মার্ট ওয়াচ ও জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দ্বারা করা নিরাপত্তার চাদরে মরে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে।