কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আজ ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস সেই উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় স্বাক্ষরতা দিবস কোচবিহারের ল্যান্স ডাউন হলে। প্রতিবছর সারা রাজ্য জুড়ে পালন করা হয়ে থাকে আজকের এই দিনটিকে এবং এবার তার অন্যথা না করে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। এই দিনটিতে সাক্ষরতার মূল্য বিষয়ে সকলকে বোঝানোর জন্যই এই অনুষ্ঠান হয়ে থাকে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সুচনা হয় উক্ত অনুষ্ঠানের তার পাশাপাশি কোচবিহারের ব্লাইণ্ড স্কুলের বাচ্চাদের দ্বারা অনুষ্ঠিত হয় উদ্বোধনি সঙ্গীত। জেলাশাসক তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে সবাইকে স্বাক্ষরতা সম্বন্ধে কিছু ধারনা দেয়। তার পাশাপাশি কোচবিহার পুরসভার চেয়ারম্যান এবং এনবিসএসটিসি এর চেয়ারম্যানও তাদের মূল্যবান বক্তব্য সবার সামনে তুলে ধরেন।