আইনের রক্ষকেরা, আইনের জলে আবদ্ধ।

0
198

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আইনের রক্ষকেরা, আইনের জলে আবদ্ধ। অপরদিকে তারাও সরকারী কর্মী, পাচ্ছেন না ন্যায্য ডিএ। ডিএ এর দাবিতে অন্যান্য সরকারি কর্মচারী আন্দোলনে নামলেও, আইন রক্ষক পুলিশকর্মীরা কিন্তু সরাসরি আন্দোলনে নামতে পারছেন না তাদের ন্যায্য দাবিতে। ডিএ এর দাবিতে পুলিশ কর্মীদের শামিল করতে, এদিন “থানা চলো” কর্মসূচি নেয় সংগ্রামী যৌথ মঞ্চ। সেই কর্মসূচির অঙ্গ অনুযায়ী এদিন দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থানায় প্রতিনিধিমূলকভাবে কয়েকজন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য বালুরঘাট থানায় পুলিশ কর্মীদের মধ্যে লিফলেট বিলি করেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের তাদের আন্দোলনে সামিল হতে আবেদন জানান সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

দক্ষিণ দিনাজপুর জেলা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভব্রত রায় জানান, ন্যায্য ডিএ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ রাস্তায় নেমেছে। পুলিশকর্মীরা আইনের বেড়াজালে আবদ্ধ হওয়ায়, সরাসরি আন্দোলনে সামিল হতে না পারলেও, সরকারি কর্মচারী হিসেবে তাদের সমর্থন প্রয়োজন। যদি তারা সরাসরি আন্দোলনে নামতে না পারে, সে কারণে লিফলেটের সাথে কিউআর কোড দেওয়া হয়েছে। যেখানে তারা সরকারি কর্মীদের ন্যায্য ডি এর দাবি সমর্থন করতে পারেন।

এদিন বালুরঘাট থানায় ডি এ এর দাবিতে পুলিশকর্মীদের মধ্যে পাওনা ডি এ এর আন্দোলনের সমর্থনে লিফলেট বিলি করা হয়। এবং সরকারি কর্মী হিসেবে পুলিশদের এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের এই আন্দোলনে সমর্থনের আবেদন জানানো হয়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

এখন দেখার, আইনের বেড়াজালে আবদ্ধ আইনের রক্ষকেরা এই আন্দোলনে কতটা শামিল হতে পারে।