জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গ তথা জেলার সবচেয়ে বড় মাপের ১৮ ফিটের গণেশ মূর্তি তৈরি হচ্ছে জলপাইগুড়িতে ।যা চমক দিবে আগামী 18 সেপ্টেম্বর ।এমনটাই উদ্যোক্তাদের দাবি। এবার ভুপতি গ্রুপের পুজো পঞ্চম তম বছরে।১৮ ফিটের গণেশ মূর্তি তৈরীর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।চলছে জোর কদমে,কাজ। ভুপতি গ্রুপের এই গণেশ পূজো আগামী পাঁচ দিন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের এক বিশাল ঐতিহ্য নিয়ে আসবে এইবার ও।এমনটাই মনে করছেন উৎদোততারা ।তারা গতবারে বিশাল আকৃতির গণিত মূর্তি তৈরি করে চমক দেখিয়েছেন জলপাইগুড়ি বাসিকে। এ বছরও তারা এই ধরনের নতুন চমক দিবেন।কাজ শুরু হয়েছে। এখন মাটির কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা।