তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ীতে গৃহসম্পর্ক অভিযান শুরু করল বিজেপি।

0
173

তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:-  গৃহসম্পর্ক অভিযান শুরু করল বিজেপি। এদিন তুফানগঞ্জ ১ নং মন্ডলের তরফে ওই গৃহসম্পর্ক অভিযান শুরু হয়। এদিন অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুভাষ পল্লী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি ১নং মন্ডলের সভাপতি যুগল কিশোর দাস, ১ নং মন্ডলের প্রমুখ আলী হোসেন, সহ প্রমুখ বিবেক দাস, বুথ সভাপতি প্রদীপ চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিন তারা সেখানে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
জানা গিয়েছে, গত ৯ বছরে প্রধানমন্ত্রী কি কি উন্নয়ন করেছে সাধারণ মানুষের জন্য, যেমন ৮০ কোটি মানুষকে রেশন দিয়েছেন। ৩ কোটি মানুষকে আবাস যোজনার পাকা বাড়ি দিয়েছে। ঘর ঘর জল অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, কৃষক সন্ধি থেকে শুরু করে উজ্জ্বল যোজনার গ্যাসের ৪০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। এভাবে সমস্ত রকম প্রধানমন্ত্রীর করা কাজ গুলো সবার সামনে তুলে ধরছি আমরা। আগামী আগামী দিনে যাতে নরেন্দ্র মোদিকে সকলে সমর্থন করেন। সেই কারণেই আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা আগামী দিনে এই বিষয় গুলি ছড়িয়ে দিব। আর আজকেও আমরা অনেক লোকজনের বাড়িতে বিজেপি নেতৃত্বরা গিয়েছে আগামীতেও আমরা যাব বলে জানা গিয়েছে বিজেপি সুত্রে।
এদিন এবিষয়ে বিজেপির অন্দরান ফুলবাড়ী ১নং মন্ডলের সভাপতি যুগল কিশোর দাস, আমরা আজ গৃহসম্পর্ক অভিযান শুরু করলাম। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝানো কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কী করেছে। যাতে মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হন। তাই বিজেপি নেতারা বাড়ি বাড়ি গিয়ে বলছেন, কেন্দ্রের বিজেপি সরকার করোনা মোকাবিলা থেকে শুরু করে বিদেশনীতি, রামমন্দির স্থাপনের উদ্যোগ, কৃষিক্ষেত্রে কৃষকদের পাশে দাঁড়ান, আমফান ঝড়ে রাজ্যের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক সাহায্য-সহ একাধিক জনহিতকর পদক্ষেপের কথা বলছি। মানুষ আমাদের পাশে থাকবে এবং সাথে থাকবে।