নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– বর্তমান দুর্মূলের বাজারে এক টাকায় পাওয়া যাচ্ছে, একটা সিঙ্গারা ভাবতে অবাক লাগলো এটাই সত্যি বর্তমানে যেখানে জিনিসের দাম আকাশ ছোঁয়া সেখানে এক টাকায় সিঙ্গারা পাওয়া সত্যিই অদ্ভুত ব্যাপার তবে অসম্ভবকে সম্ভব করে দেখেছেন নদীয়ার শিবনিবাসের গোপাল চন্দ্র রায় যদিও এখন সিঙ্গারার দাম এক টাকা হলেও এই সিঙ্গারা আগে পাওয়া যেত কুড়ি পয়সা করে পরবর্তীতে সময়ের সাথে সাথে একটু একটু করে দাম বেড়েছে সিঙ্গারার ৪০ পয়সা ৫০ পয়সা থেকে এক টাকায় বিক্রি হচ্ছে এই সিঙ্গারা দীর্ঘ ৫০ বছর ধরে গোপালবাবু এই সিঙ্গারা বিক্রি করে আসছেন শিবনিবাস মন্দিরের কাছেই। যেহেতু শিবনিবাস মন্দির বহু প্রাচীন এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত তাই মন্দির চত্বরে কোনরকম আমিষ খাবার বিক্রির প্রচলন নেই তাই নিরামিষ ভাবে তৈরি করে এই সিঙ্গারা ৫০ বছর ধরে বিক্রি করে আসছেন শিবনিবাস এর গোপাল বাবু তিনি জানান যতদিন তিনি বাঁচবেন ততদিনই এই সিঙ্গারা এক টাকাতেই বিক্রি করবেন মানুষের চাহিদা প্রচুর এই সিঙ্গারা তাই দোকান খুললেই সিঙ্গারার জন্য লাইন পড়ে যায় দোকানে আট থেকে আশি সবাই গোপাল বাবুর এই এক টাকার সিঙ্গারা খাওয়ার জন্য মুখিয়ে থাকে প্রতিদিন। ক্রেতারা জানাচ্ছেন গোপাল বাবুর সিঙ্গারা নাকি খুবই সুস্বাদু এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোপালবাবু সিঙ্গারা তৈরি করে আসছেন দীর্ঘ ৫০ বছর ধরে, কিভাবে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করছেন লাভের অংশই বা কি এই প্রশ্ন করলে দোকানদার গোপাল বাবু জানাচ্ছেন তার লাভ বিক্রির উপরে বিক্রির পরিমাণ বেশি হলে লাভ হয় বেশি।