বালুরঘাট শহর সুসজ্জিত করতে তিন রঙা (tricolour) আলোক সজ্জায় বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিরোধীদের।

0
144

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহর সুসজ্জিত করতে তিন রঙা (tricolour) আলোক সজ্জায় বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিরোধীদের। অভিযোগ সঠিকভাবে টেন্ডার প্রক্রিয়া মানা হয়নি। এমনকি RTI করেও সদুত্তর পাওয়া যায়নি।
যদিও বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র জানান, বিরোধীরা শুধুমাত্র প্রচার পেতে বিরোধিতা করছে। সমস্ত নিয়ম-নীতি মেনেই আলোকসজ্জার কাজ করা হয়েছে।

বালুরঘাট নাগরিক মঞ্চের সম্পাদক নিপেন্দ্রনাথ কুন্ডুর অভিযোগ, বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় যে ট্রাই কালার লাইট লাগানো হয়েছে, তা প্রায় ৭০ লক্ষ টাকার বেশি কাজ হয়েছে। অথচ ৯ লক্ষ ৮৯ হাজার টাকার টেন্ডার করে বাকি কাজগুলো নোট সিটে করা হয়েছে বলে জানতে পেরেছেন। সেই কারণেই প্রকৃত তথ্য জানতে তথ্য জানার অধিকার আইনে আবেদন করা হয়। কিন্তু RTI এর সদুত্তর দেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই আলোকসজ্জাতে টেন্ডার ছাড়াই বহু টাকার কাজ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আরএসপির জেলা নেতা প্রলয় ঘোষ জানান, আমরা জানতে পেরেছি তিন রঙা আলোক সজ্জায় টেন্ডারের নিয়ম-নীতি না মেনে কাজ করা হয়েছে। ফলে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

বালুরঘাটের বিজেপি শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, তৃণমূল পরিচালিত পৌরসভা গুলি কাটমানি খেতে টেন্ডার ছাড়াই লক্ষ লক্ষ টাকার কাজ চলছে নিয়ম-নীতি না মেনে। পৌরসভার আর্থিক দুর্নীতির বিরুদ্ধে আগামীতে বিজেপি আন্দোলনে নামবে বলেও তিনি জানান।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বিরোধীরা শুধুমাত্র প্রচার পেতে মিডিয়াতে এ ধরনের বক্তব্য রাখছে। শহরের তিন রঙা আলোকসজ্জা পৌরসভার নিয়ম নীতি মেনে কাজ করা হয়েছে বলে তিনি জানান।