রক্তের নমুনা দেওয়ার পরও মিলছে না রক্তের রিপোর্ট।

0
291

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রক্তের নমুনা দেওয়ার পরও মিলছে না রক্তের রিপোর্ট। এমনই গুরুতর অভিযোগ তুলে সোচ্চার হল এক ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবার। পরিবারের অভিযোগ কতকাল বালুরঘাট জেলা হাসপাতালে ল্যাবটারীতে পরীক্ষার জন্য রক্ত দেবার পর তার নামই নথিভুক্ত হয়নি এর ফলে রক্তের রিপোর্ট পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।
উল্লেখ্য অসুস্থতার কারণে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন ওই ক্যান্সার আক্রান্ত ব্যক্তি। এরপর বৃহস্পতিবার ওই ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয় পরদিন রক্তে পরীক্ষা রিপোর্ট আনতে গেলে রিসিপশন থেকে বলা হয় এখানে কোন রক্তের রিপোর্ট নেই ওনার। এরপর হাসপাতালে পক্ষ থেকে পুনরায় সোমবার রক্ত রিপোর্ট করবার কথা বলা হয় পরিবারের অভিযোগ রক্ত নেওয়ার পরও রিপোর্ট মিলছে না এতটা অপ্যবস্থা যদি হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। এ বিষয়ে হাসপাতালের সুপারের সঙ্গে ছুটির দিন জন্য যোগাযোগ করা যায়নি
Byte সুবোধ মহান্ত