রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন করল কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস।

0
244

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  যথাযোগ্য মর্যাদায় পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন হল কোচবিহারে। রবিবার জেলা তৃণমূলের উদ্যোগে প্রথমবার কোচবিহার রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় ঘটা করে অনুষ্ঠান করা হয়। এদিন সেখানে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন ও সহ- সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ আরও অনেকে।
জানা গেছে, আজ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ৮৯ তম তিরোধান দিবস। সেই তিরোধান দিবস উপলক্ষে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও, রাসমালার মাঠ এলাকায় পঞ্চানন পার্কে দলের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা ও কর্মীর সমর্থকদের নিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন। বিজেপি অনন্ত মহারাজকে রাজ্যসভায় সাংসদ করেছেন বলেই কি পঞ্চানন বর্মার তিরোধান দিবস ঘটা করে অনুষ্ঠান করছে তৃনমূল ?
এই প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘কিছুদিন আগে ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল ও ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল সবটা বুঝিয়ে দিয়েছে। অনন্ত মহারাজ হলেন স্বঘোষিত মহারাজ। ওনার পেছনে যে জনসমর্থন নেই সেটা ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল বুঝিয়ে দিয়েছে।’