নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো দুঃসাহসিক চুরি! সাত দিন না থাকার সুযোগে, ঘরের তালা ভেঙে কাঁসার বাসনপত্র, এলইডি টিভি সোনা রুপোর গহনা নগদ অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাইগাছি সেনপাড়া দু’নম্বর রামগোপাল সেন স্ট্রিটে।
সেখানকার বাসিন্দা শুক্লা ঘোষের স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, জামাই মারা যাওয়ার পর মেয়ে এবং দুই নাতনি নিয়ে তিনি এই বাড়িতেই থাকতেন। তিনি জানান, সম্প্রতি সাত দিনের জন্য তিনি বর্তমানে শ্বশুর বাড়িতে যান, আজ ফিরে এসে দেখেন বাইরে গ্রিলের দরজার এবং ঘরের দুই দরজার তালা ভাঙ্গা। ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড নতুন একটি এলইডি টিভি উধাও! বক্স খাটের ভেতরে থাকা আনুমানিক ত্রিশ চল্লিশ হাজার টাকার কাঁসা পিতলের বাসনপত্র, বাচ্চাদের দেড় ভরি সোনার, এবং দু ভরি রুপার গহনা, সামান্য দু তিন হাজার টাকা দুটি আলমারির লকার ভেঙ্গে নিয়ে গেছে দুষ্কৃতীরা। সন্ধ্যা ৭ টা নাগাদ শান্তিপুর থানায় জানানোর পরেও রাত এগারোটা পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি।
মেয়ে সুপ্রিয়া কুন্ডু জানান, বাড়ির পাশে দুটি বাগানে মধ্য রাত পর্যন্ত মদ জুয়ার আসর বসে,এর আগেও তার স্বামী বেঁচে থাকাকালীন মধ্যরাতে দরজায় কড়া নাড়া জানালা দিয়ে হাত বাড়ানো এ ধরনের দুষ্কর্ম চলত। তার ফলেই এই বাড়িতে থাকা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।
পার্শ্ববর্তী সোমা দেবনাথ জানান বেশ কিছুদিন আগে চুরি হয়, অপর এক প্রতিবেশী শান্তি লতা সাহা জানান, ৮ দিন আগে তার বাড়িতেও চোর এসেছিলো। কাউন্সিলরকে বলেও গলির শেষ প্রান্তে লাইট লাগানোর ব্যবস্থা হয়নি। আর সেই সুযোগেই হয়তো আজকের এই ঘটনা।
Home রাজ্য দক্ষিণ বাংলা সুযোগ সন্ধানীভাবেই চোরের হানা, বাড়িতে কেউ না থাকার সুযোগে সমস্ত কিছু লুটপাট...