১০০ বছরের প্রাচীন দূর্গা মন্দির নব রূপে,নব সাজে।

0
127

আবদুল হাই, বাঁকুড়াঃ-  দূর্গা পূজা বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে। বছরের প্রতিটা দিন বাঙালি অপেক্ষা করে থাকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শারদীয়া মহালয়ার। পূজার ডঙ্কা বেজে গেছে বাঁকুড়ায়। বাঁকুড়ার প্রতিটা মহকুমা, প্রতিটা ব্লক শুরুকরে দিয়েছে পূজার প্রস্তুতি। সেইরকম ভাবে পূজার আগেই প্রায় ১০০-১৫০ বছরের প্রাচীন “ছোট সরকার” দের ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরের নব নির্মাণ।পুনঃপ্রতিষ্ঠিত হল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের চন্দ্রপাড়ার ছোটো সরকার এর দূর্গা মন্দিরের।

১০০ বছরের প্রাচীন দুর্গা মন্দির সংস্কারের পর নব রূপে, নব সাজে মহা ধুমধাম এর সাথে পুনঃপ্রতিষ্ঠিত করা হলো আজ। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের চন্দ্রপাড়ার ছোট সরকার দুর্গা মন্দির বলেই পরিচিত সকলের কাছে। আজ নিষ্ঠার সাথে পূজা অর্চনা, হোম যজ্ঞ সহকারে মা দুর্গার মন্দির পুনঃপ্রতিষ্ঠাতা কে ঘিরে সরকার বাড়ি এবং প্রতিবেশীদের মধ্যে আবেগ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই।পুজোর আগেই পূজার প্রস্তুতি শুরু হল এই ঐতিহ্যবাহী বনেদি পুজোতে।