মালদা, নিজস্ব সংবাদদাতা:—খুঁটি পূজার আয়োজন করল হরিবাসরতলা কল্যাণ সমিতি। সোমবার সকাল ১১ টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায় ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর পূজা দাস, অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা, সুতপা মুখার্জি, গৌতম দাস, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য ক্লাব সদস্যরা।
ক্লাব কর্তারা জানিয়েছেন,এবছর ক্লাবের পুজো দ্বিতীয় বর্ষে পা দিয়েছে।
পুজোর থিম অজন্তার গুহা।