নিজস্ব সংবাদদাতা, মালদা:- টানা দুই ঘন্টা বৃষ্টির জেরে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ওয়ার্ড। জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকাও। সোমবার বিকেলে থেকে টানা বৃষ্টির জেরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে শুরু করে হাসপাতালের ভিতর জল ঢুকে যায়। বিভিন্ন বিভাগেও জল ঢুকে যায়। জরুরী বিভাগের সামনে হাঁটু জলে পরিণত হয়। ফলে সমস্যায় পড়তে হয় রোগী এবং আত্মীয়দের। জরুরী বিভাগ থেকে রোগীদের ভর্তি করতে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যেতে কার্যত সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর আত্মীয়দের। গোটা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ায় অনেক আত্মীয়তদের আবার দেখা গেল রোগীকে নিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে কোমর পর্যন্ত ঢুকে যেতে। এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীর আত্মীয়রা। রোগীর আত্মীয়রা রোগীদের বহির্বিভাগে এক্সরে ইসিজি সিটি স্ক্যান বুকের ছবি করতে গেলে টলিতে জলের উপর দিয়ে হেটে নিয়ে যাচ্ছে সেই ছবি দেখা যায়। এই ঘটনায় রীতিমত অসস্তিতে পড়ে যাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যদিও চিকিৎসার কোন বিঘ্ন ঘটেনি বলে জানাচ্ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা। তিনি জানান জল হাসপাতাল চত্বরে রয়েছে বাইরেও রয়েছে ভিতরেও রয়েছে পি ডব্লিউ ডি কে বলা হয়েছে তারা বিষয়টি জল নামানোর জন্য কাজও শুরু করে দিয়েছে
Home রাজ্য উত্তর বাংলা টানা দুই ঘন্টা বৃষ্টির জেরে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ওয়ার্ড।