নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হল শান্তিপুরের ঐতিহ্যবাহী নদীর সংস্কারের কাজ। নদীয়ার শান্তিপুরের কয়েকশো বছরের প্রাচীন সুরধ্বনি নদী। ইতিহাসে এই নদীর সাথে জড়িয়ে রয়েছে বহু মনি ঋষিদের নাম। এই নদী পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন শান্তিপুরের অদ্বৈত পাঠে। বিগত কয়েক বছর আগে নদী দিয়ে জল প্রবাহিত না হওয়ার কারণে শুকিয়ে যায় নদীটি, এরপর নদীর চারপাশে পলি পড়ে যাওয়ার কারণে চাষিরা শুরু করে চাষবাস। এর আগে অভিযোগ উঠে এসেছিল নদীর বিক্ষিপ্ত কিছু জায়গা জুড়ে শুরু হয় দখল বাজি, আর তার কারণেই বিলুপ্ত হয়ে যাচ্ছিল এই ঐতিহ্যবাহী সুরধ্বনি নদী। নদীটি বাঁচানোর জন্য এগিয়ে আসে বিভিন্ন সংগঠন, এরপর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করে নদী সংস্কারের জন্য আবেদন জানায়, তারপরেই শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী প্রচেষ্টায় নদী সংস্কারের জন্য রাজ্য সরকার ৫০ লক্ষ টাকা অনুদান করে। যদিও এই সামান্য টাকায় নদী সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করে সংগঠনের সদস্যরা। তবে রাজ্য সরকারের ৫০ লক্ষ টাকা অনুদানের ভিত্তিতেই আজ নদীর সংস্কারের কাজ শুরু হলো। জানা যায় নদীটির কাজ শুরু হয় শান্তিপুর বেলঘড়িয়া, দু’নম্বর পঞ্চায়েতের জোলপাড়া থেকে, তবে বেশ কয়েক কিলোমিটার এই নদী সংস্কারের কাজ চলবে বলে জানা যায়। এ প্রসঙ্গে শান্তিপুর বেলঘড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন জানিয়েছেন, এই নদী সংস্কার নিয়ে বিভিন্ন সংগঠনের সদস্যরা শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী কে জানিয়েছিলেন, তারপরে তিনি সরকারের কাছে আবেদন করে ৫০ লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করে দেন, আর সেই অনুদানের টাকায় আজ থেকে শুরু হলো নদীর সংস্কারের কাজ। তবে আগামী দিনে আরো অর্থের প্রয়োজন হলে রাজ্য সরকারি পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন প্রধান বর্ণালী বর্মন।