সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কর্মী কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপ্রধান ঈশ্বর রজকে ছেলে পৌরসভায় চাকরি পাওয়া পোস্টকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে কালিয়াগঞ্জ জুড়ে।

0
213

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কর্মী কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপ্রধান ঈশ্বর রজকে ছেলে পৌরসভায় চাকরি পাওয়া পোস্টকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে কালিয়াগঞ্জ জুড়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে হয়েছে যারা কোন দিন তৃণমূল পতাকা ধরেনি কিন্তু পৌরসভার উপ পৌরপ্রধানের ছেলে বলে চাকরি পেয়ে যাবে।এই পোস্টকে ঘিরে বতর্ক দেখা দিয়েছে।এই বিষয়ে সোমবার কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপ্রধান রাম নিবাস সাহা সাংবাদিক সম্মেলন করে বলেন কালিয়াগঞ্জ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডে সু- স্বস্থ্য কেন্দ্র নির্মান হয়েছে সেখানে দুইজনকে নেওয়া হয়েছে তার হল ২ নং ওয়ার্ডের রেখা সিংহ এবং ১৩ নং ওয়ার্ডের বলরাম রজককে।দুইজন যে চাকরি পেয়েছে এটি পৌরসভা তাদের সরাসরি চাকরি দেয়নি।প্রশাসনের নির্দেশ অনুসারে এজেন্সিদের টেন্ডার দি যে এজেন্সি কম রেটে টেন্ডার দিয়েছে তারা পায়।তাদের মধ্যমে এই সি এবং ডি গ্রুপের জন্য নেওয়া হয়।এখানে রাজনিতীর কোন রং নেই।যে তৃণমূল কর্মী পোস্ট করেছে সেই বিষয়ে দলকে জানানো হয়েছে।দল যা সিদ্ধান্ত নিয়ে এই বিতর্ক পোস্টের বিষয়ে।

অপরদিকে বিজেপি কাউন্সিলার তথা শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন তিনি শুনেছে দুইজন রিকুটমেন্ট হয়েছে।কিন্তু এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয় নি।বিরোধীদের অন্ধকারে রেখে পৌরসভা কাজ করেছে।