খাদ্যের লোভে লোকালয়ে ঢুকে দোকান ঘরে হানা দিলো একটি বুনো হাতি।

0
206

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খাদ্যের লোভে লোকালয়ে ঢুকে দোকান ঘরে হানা দিলো একটি বুনো হাতি। সোমবার রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড় বেলতলীর উত্তরপাড়ার নির্মল দাসের মুদির দোকানে হানা দেয় ওই হাতিটি। হানা দিয়ে দোকান ঘরের পাকা দেওয়াল ক্ষতিগ্রস্ত করে দোকানে মজুত রাখা খাদ্য সামগ্রী খেয়ে সাবার করে হাতিটি।স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় প্রায়শই হানা দেয় হাতি। হাতির হানায় এলাকার পড়ুয়াদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ স্থানীয়দের।হাতির হানা রুখতে বন দপ্তরের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছেন স্থানীয়রা।বন দপ্তর সুত্রে খবর, হাতির হানা রুখতে বনকর্মীরা তৎপর রয়েছে।ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বনদপ্তর তরফে থেকে জানানো হয়েছে।