তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন ঘিরে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের ছাটরামপুর ৮/৪২১ নং বুথে। বিজেপির অভিযোগ, মঙ্গলবার সকালে স্থানীয় অমূল্য দাসের বাড়িতে বিজেপির পার্টি অফিসের উদ্বোধন করা হয়। সেই সময় বাড়ির মালিক অমূল্য দাসের মেয়ে জামাই সহ ভাস্তা ও অন্যান্য পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তৈরি হয় উত্তেজনা কর পরিবেশ। অভিযোগ, আমাদের যাতে দলীয় কার্যালয়টি সেখানে যাতে না হয়। তাই অমুল্য দাসের জামাই ও পরিবারের লোকজনকে দিয়ে আমাদের দলীয় কার্যালয়টিতে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে তৃনমূল। এটা তৃনমূলের নোংরা রাজনীতির কারনে এই ঘটনা বলে দাবি বিজেপির।
এদিকে ধলপল ২নং গ্রাম পঞ্চায়েতের ছাটরামপুর ৮/৪২১নং বুথের বিজেপির বুথ সভাপতি সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, এই পার্টি অফিস উদ্বোধনের বিষয়ে তিনি কোন কিছুই জানতেন না। একপ্রকার তাকে না জানিয়ে এই পার্টি অফিস তৈরি করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এদিকে তৃণমূল কংগ্রেসের ধল পল দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার সভাপতি গিরিজানন্দ সরকার অভিযোগ করে বলেন, বিজেপি জোর করে অন্যের জমি দখল করে রাজনীতি করার চেষ্টা করছে। ওই ঘটনার সাথে আমাদের কোন ব্যাপার নেই। কারন তৃনমূল এই ধরনের কাজে বিশ্বাসী নয়।
এদিন বিজেপির কোচবিহার জেলার নেতৃত্ব উজ্জ্বল কান্তি বসাক বলেন, তৃণমূল ভয় পেয়েছে, সংশ্লিষ্ট বাড়ির মালিক সহ অন্যান্য সদস্যদের ভয় দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। যদিও এই বিষয়ে বাড়ির মালিক সংবাদমাধ্যমের সামনে কোন প্রতিক্রিয়া দিতে না বলে জানিয়েছেন।