পূ: মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক প্রশাসন। কিন্তু অভিযোগ বাড়ি তৈরি না করে সেই টাকা দিয়ে দোকান বাড়ি তৈরি করেছে পাঁশকুড়া ব্লক তৃণমূলের কৃষান ক্ষেতমজুর সেলের ব্লক সভাপতি হরিশচন্দ্র প্রামানিক।অভিযোগকারী জানান,
হরিশ্চন্দ্র প্রামানিকের দ্বিতল বিশিষ্ট পাকা বাড়ি রয়েছে।তারপরেও,২০২০ – ২১ অর্থ বর্ষে আবাস যোজনার বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছিলেন হরিশ্চন্দ্র ও তার বাবা সতীশচন্দ্র প্রামানিক ।বাড়ি তৈরীর বিভিন্ন ধাপে উপভোক্তাকে টাকা দেওয়া হয়। শাটার দেওয়া বাড়ির দেওয়ালে দুটি বোড লাগানো রয়েছে।যেখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাকে এবং তার বাবাকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় প্রশাসন। দোকান ঘরের পাশেই সেই বাড়ির সঙ্গে সংযোগ রেখে দ্বিতল বিশিষ্ট বাড়ি ও রয়েছে তার,সেই পাকা বাড়িটি ২০১৩ সাল থেকে তৈরি হয়েছে এমনটাই জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব হরিশচন্দ্র প্রামাণিক, যদিও এই প্রসঙ্গ নিয়ে পাঁশকুড়া ব্লকের বিডিও জানান, অভিযোগ পেয়েছি, আমরা সবকিছু খতিয়ে দেখছি।