শ্রাচী গ্রুপের উদাসীনতার বিরুদ্ধে আন্দোলনে নামলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি।

0
212

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ বর্ধমান শহরের সন্নিকটে অবস্থিত রেনেসাঁ টাউনশিপ। এই রেনেসাঁর টাউনশিপে কর্মরত মেনটেনেন্স এবং নিরাপত্তারক্ষীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া ছিল শ্রাচী গ্রুপের কাছে। কিন্তু কর্মরত কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও শ্রাচী গ্রুপ উদাসীন। এবার সেই কর্মরত কর্মচারীদের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি। এর আগেও আমরা দেখেছি কর্মচারীদের নিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি। আজ আবারো শ্রাচী গ্রুপের উদাসীনতার বিরুদ্ধে পথে নেমে আন্দোলনে শামিল হলেন তিনি। তার সঙ্গে আন্দোলনের সামিল হয়েছিলেন শ্রাচী গ্রুপেরকর্মরত কর্মচারীরা এবং সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি বলেন, এই রেনেসাঁর টাউনশিপ এ কর্মরত মেনটেনেন্স এবং নিরাপত্তা রক্ষীদের শ্রাচী গ্রুপের কাছে বিভিন্ন দাবি-দাওয়া ছিল। কিছু দাবি দাওয়া মেনে নিলেও কিন্তু বারবার শ্রাচী গ্রুপের উদাসীনতায় লক্ষ্য করেছি আমি। তাই এর আগেও আমি এদের সাথে আন্দোলনের সামিল হয়েছিলাম। আবারো আমরা তৃণমূল কংগ্রেসের পতাকাটা সামনে রেখেই আন্দোলনের সামিল হয়েছে। এই শ্রমিকদের ন্যায্য পাওনা না পর্যন্ত এই আন্দোলন চলবে।