অবৈধভাবে তৈরি করা শেড ভাঙার নির্দেশ দেন পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী।

0
267

আবদুল হাই, বাঁকুড়াঃ বিষ্ণুপুরের রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ড বাজারে দোকানের সামনে অবৈধভাবে তৈরি করা শেড ভাঙার নির্দেশ দেন পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী। এদিন চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলাররা বাজারে হানা দেন। সেখানে যেসব দোকানদার অবৈধভাবে শেড বানিয়ে যাতায়াত করার রাস্তা সংকীর্ণ করেছেন তাঁদেরকে অবিলম্বে ওই শেড ভাঙার নির্দেশ দেন। শুধু তাই নয়। বাজারের বেশ কিছু দোকানদার পুরসভাকে দোকানঘরের ভাড়া না মেটানোয় তাঁদেরকে সতর্ক করেন। অবিলম্বে তা না মেটালে দোকান বন্ধেরও হুঁশিয়ারি দেন।
চেয়ারম্যান বলেন, রসিকগঞ্জ বাসস্ট্যাণ্ড বাজারে পুরসভার থেকে শতাধিক স্টল বিলি করা হয়েছে। ওই স্টলের বাইরেও অনেকেই টিনের শেড তৈরি করে মালপত্র রেখেছেন। তাতে যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। এনিয়ে অভিযোগ পাওয়ার পর এদিন সরেজমিনে গিয়ে দেখে এসেছি। এবং অবৈধভাবে তৈরি করা শেড অবিলম্বে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু দোকানদারকে বকেয়া ভাড়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।