অসহায় সম্বলহীন পঙ্গু জাহানারা খাতুনের করুণ কাহিনী।

0
326

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জন্মের পর থেকে পোলিও আক্রান্ত হয়ে দুটি পা অকেজ।দু হাতে ভড় করে চলা ফেড়া করতে হয়।মাওবাবা কেঊ নেই।এক প্রতিবন্ধি ভাই থাকলেও নিজের পরিবার নিয়ে আলাদা থাকে পরিযায়ী স্রমিকের মতো।বেশির ভাগ সময় ভীন রাজ্যে থাকেন।অসহায় সম্বলহীন।৪০ বছরের জাহানারা খাতুন। ভিক্ষে করে নিজের পেটের ভাত জোগার করে জাহানারা। চলাফেরার অসুবিধা থাকলেও কোন কোন দিন বাড়ি ফিরতে পাড়ে না সে।কারো বাড়ির বাড়ান্দায় রাত কাটিয়ে গ্রামে ফেড়ে সে।অতি কষ্টে ও অভাবে দিন কাটাচ্ছেন কুমার গঞ্জ ব্লকের কেশবপুর গ্রামের মা,বাবা হাড়া জাহানারা খাতুন। বাবা জাহিরুদ্দিন মন্ডোল অনেক দিন আগেই মাড়া গিয়েছেন,মা মাস খানেক আগে মাড়া যান।তারপর থেকে নিজের পেটের ভাত নিজেই করে জাহানারা।। পরিবারে ভাই ও ভাই বৌ জানায় দুড় দুড়ান্ত থেকে নিজের পেটের ভাত জোগার করে সে। জটেনি কোন রকম ভাতা। স্থানীয় বিডিও চেয়ং তামাং জানান,তিনি এলাকায় পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে এলে দ্রুত তার ভাতার ব্যাবস্থা করে দিয়ে আসেন।সামনের মাস থেকে ভাতা পেবে জাহানারা বলে আশ্বাস দেন তিনি।